ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে জামাই হত্যা মামলায় শাশুড়িসহ গ্রেপ্তার ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে জামাই হত্যা মামলায় শাশুড়িসহ গ্রেপ্তার ৩

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের স্বামীকে (জামাই) হত্যা মামলায় শাশুড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাশুড়ির বাড়ি উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমি গ্রামে।

বুধবার (২৭ নভেম্বর) গ্রেপ্তারদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে বোয়ালমারী থানার ডহরনগর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ঢাকার পল্টন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পদ্মফুল গ্রামের মিজানুর রহমানের (২৬) সঙ্গে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের জয়নব (২২) নামে একটি মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জামাই মিজান শ্বশুরবাড়িতে বেড়াতে এলে গত ২০ আগস্ট বিকেলে তার লাশ পাওয়া যায় রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাঁশবাগানে।

এ ঘটনায় নিহতের (জামাইয়ের) ভাই আমিনুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা করেন।

এ হত্যার ঘটনার পর থেকে নিহত মিজানের শাশুড়ি রেখা পারভীন (৫৫), স্ত্রী জয়নব (২২), শ্যালক আরবান মোল্লা (২০) পলাতক ছিলেন। আসামিদের গতকাল মঙ্গলবার রাতে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে শাশুড়ি ও স্ত্রীর ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ জানান, মিজান মারা যাওয়ার পর থেকে মিজানের স্ত্রী, শ্যালক ও শাশুড়ি পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্টন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে শাশুড়ি ও স্ত্রীর ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।