ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

১২ মামলার আসামি ‘গলাকাটা রনি’ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
১২ মামলার আসামি ‘গলাকাটা রনি’ গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর উত্তরায় একটি টায়ারের দোকানে চুরির ঘটনায় মো. রনি ওরফে গলাকাটা রনিকে (২৫) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তার রনি একজন পেশাদার চোর ও ডাকাত।

তার নামে রাজধানীর শেরে বাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা, যাত্রাবাড়ী থানা, চকবাজার থানা ও ভোলা জেলার লালমোহন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ মোট ১২টি মামলা রয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, উত্তরায় টায়ারের দোকানে চুরির মামলায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উত্তরার ১ নং সেক্টর এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।  

থানা সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে উত্তরার জসিম উদ্দিন রোডের ‘এইচ আর খান টায়ার অ্যান্ড ব্যাটারি শপ-১’ নামক দোকানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত দুষ্কৃতকারীরা দোকানের কেচি গেট ও সাটার কেটে ৩৭টি টায়ার, ২০টি নতুন ব্যাটারি, ২৩টি পুরাতন ব্যাটারি ও দোকানের ক্যাশে থাকা নগদ এক হাজার টাকাসহ সর্বমোট সাত লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এই ঘটনায় ১৫ সেপ্টেম্বর দোকানের মালিক মো. ইউনুস খান বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি চুরির মামলা করেন। মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িতদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে রনিকে গ্রেপ্তার করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত ও চুরির সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এসসি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।