ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে এডিসির জিপের ধাক্কায় মুয়াজ্জিন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
কিশোরগঞ্জে এডিসির জিপের ধাক্কায় মুয়াজ্জিন নিহত

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে পঞ্চগড় জেলা প্রশাসনের এডিসির জিপের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত নাজমুল উপজেলার বড়ভিটা ইউনিয়নের দলবাড়ি গ্রামের মৃত জমসের আলীর ছেলে এবং এলাকার বাজেডুমুরিয়া জামে মসজিদের মুয়াজ্জিম ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রংপুর সড়কের কিশোরগঞ্জের বড়ভিটা ফয়সাল পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও এলাকাবাসী জানান,  ওই পথে পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির সরকারি জিপ গাড়িতে রংপুর যাচ্ছিলেন। আর মুয়াজ্জিন বড়ভিটা বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। হঠাৎ করে নাজমুল পানের আড়তের সামনে অসাবধানতাবশত সড়কের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বাঁক নিয়ে ফেললে জিপ গাড়ির সামনে চলে আসেন। এতে মোটরসাইকেলটি ওই জিপের সঙ্গে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই মুয়াজ্জিনের মৃত্যু হয়।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ ফজলার রহমান জানান, ঘটনার পর পরেই চালক গাড়ি থামালে পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির গাড়ি থেকে নেমে এলাকাবাসীকে ডাক দেন। খবর পেয়ে আমি ও থানা পুলিশের ওসিসহ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনার বিবরণ জানার পর নিহতের পরিবার আর কোনো অভিযোগ করেননি। পরে বিষয়টি আইনভাবে সমাধান করা হয়।  

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।