ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
ঝিনাইদহে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ভেন্নাতলা এলাকায় বাসের ধাক্কায় জুয়েল হোসেন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নাজিম হোসেন নামে একজন।

 

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল সদর উপজেলার মথুরাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। আর আহত নাজিম একই উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে কলেজছাত্র জুয়েল ও তার বন্ধু নাজিম বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে এলে পেছন থেকে আসা সিডি ডিলাক্স নামে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জুয়েল ও নাজিম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জুয়েলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত নাজিমকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া বাসটি আটক করেছে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।