ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার পেল আর্থিক সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার পেল আর্থিক সহায়তা 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদারসহ অনেকে।

প্রশাসন সূত্র জানায়, গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন মারা গেছেন, আহত হয়েছেন ২৫৮ জন। শহীদদের পরিবার ও আহতদের সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রতি শহীদের পরিবারকে ১০ হাজার ও আহতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।  

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যারা অবৈধ সম্পদের মালিক, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।  

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আহত ও শহীদ পরিবারের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।