ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের দাবি ‘জাস্টিস ফর জুলাই’র  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের দাবি ‘জাস্টিস ফর জুলাই’র  

সাতক্ষীরা: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া ও সাতক্ষীরার উন্নয়ন ভাবনায় তরুণদের সম্পৃক্তকরণের দাবি নিয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদের সঙ্গে মতবিনিময় করেছে ‘জাস্টিস ফর জুলাই’ সাতক্ষীরা শাখার নেতারা।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এসব দাবি জানান তারা।

এ সময় তারা ডিসির কাছে স্মারকলিপি পেশ ও জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যালেন্ডার হস্তান্তর করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- জাস্টিস ফর জুলাই সাতক্ষীরার আহ্বায়ক ইখতেয়ারউদ্দীন, যুগ্ম আহ্বায়ক সায়েম রহমান সিয়াম, সোহাগ হোসেন, ইমরান বাসার, সদস্য সচিব ঝুমা মারিয়াম, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম, রত্না পারভীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জিল্লুর রহমান, আনিসুর রহমান, মাহমুদুল হাসান, মাছুদুর রহমান, নাজমুস সাকিব, সাব্বির হোসেন, জুবায়ের, নাহিদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।