ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যৌন হয়রানি

বখাটেদের আড্ডাস্থল চায়ের দোকান উচ্ছেদের চেষ্টা, সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
বখাটেদের আড্ডাস্থল চায়ের দোকান উচ্ছেদের চেষ্টা, সংঘর্ষে আহত ১০

নীলফামারী: ছাত্রীদের যৌন হয়রানি করার কারণে কলেজের সামনে বখাটেদের আড্ডাস্থল চায়ের দোকান উচ্ছেদের চেষ্টা করায় ছাত্রদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে এ ঘটনা ঘটে।  

স্থানীয় লোকজন ও কলেজের শিক্ষার্থীরা জানান, কয়েকজন বখাটে কলেজ গেটের পাশে একটি চায়ের দোকানে বসে ছাত্রীদের হয়রানি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে কলেজের অন্য শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে চায়ের দোকান উচ্ছেদ করতে যান। এসময় দোকানদার, স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা একজোট হয়ে কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন শিক্ষার্থীরাও তাদের পাল্টা ধাওয়া দেন। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।
আহত শিক্ষার্থী মেরাজ, মহিব ও আদনান জানান, যৌন হয়রানি নিয়ে এক মাস আগেই দোকানদারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কোনো কর্ণপাতই করেননি। আজ আবার যখন আমাদের দুজন সহপাঠীকে উত্ত্যক্ত করা হয়, তখন আমরা গিয়ে বিষয়টি জানতে চাই। এসময় দোকানদারসহ বখাটেরা আমাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন।  

কলেজটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করা হয়েছে। দোকানদার দোকান সরিয়ে নিতে রাজি হয়েছেন।  

একই কথা বলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।