ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত কনস্টেবলসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত কনস্টেবলসহ আটক ৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে চাকরিচ্যুত কনস্টেবলসহ আন্তজেলা ডাকাতদলের ৭ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

আটকরা হলেন, পঞ্চগড় জেলার আটোয়ারী থানার বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. জমির খান (৩৯), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বিজিডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকরিচ্যুত কনস্টেবল (১২৬৬৪) মো. কামরুজ্জামান (৪৪), রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার কাঁটাখালি বটতলা গ্রামের মৃত মোতালেব ওরফে মাসুদ শেখের ছেলে মো. জহুরুল শেখ সুমন (৩৩), কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ধনঞ্জয় গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার মধুখালি থানার কাশিনাথপুর গ্রামের মীল নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেউলি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. রাজু (৩১) ও গোপালগঞ্জ জেলা সদরের নকুরিরচর গ্রামের মৃত আফতাফ মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।  

আটকরা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও ঢাকার আশপাশে বসবাস করে এবং সবাই একত্র হয়ে ডাকাতির কার্যকলাপে অংশ নেয়।

শুক্রবার দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।  

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার ভোরে সয়দাবাদ গোলচত্বর এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে একটি হাইস মাইক্রোবাস থামানোর চেষ্টা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি কৌশলে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করলে আটক করা হয়। এ সময় ওই ৭ জনকে আটক করা হয়।  তাদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা ও জ্যাকেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।