ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রিজের রেলিং ভেঙে হোটেলে যাতায়াতের পথ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ব্রিজের রেলিং ভেঙে হোটেলে যাতায়াতের পথ!

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের ওপর থাকা ব্রিজের রেলিং ভেঙে যাতায়াতের পথ বানানোর অভিযোগ উঠেছে হারুনুর রশিদ নামে স্থানীয় এক হোটেল মালিকের বিরুদ্ধে।  

এর আগেও ব্রিজের পাশে থাকা দোকান মালিকরা ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে দেন।

এতে ঝুঁকিতে পড়েছে ব্রিজটি।  

স্থানীয় লোকজন জানান, ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশে থাকা হারুনের খাবার হোটেলের সামনে ব্রিজের রেলিং ছিল। তার হোটেলে যাতায়াতের সুবিধার্থে গত চার মাস আগে তিনি লোক ভাড়া করে রাতের আঁধারে সরকারি ব্রিজের রেলিংটি কেটে ফেলেন।  

অভিযোগ রয়েছে, সরকারি ব্রিজটির এমন ক্ষতি সাধন করলেও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে হোটেল মালিক হারুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।  

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, মান্দারী বাজারের ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারের বেশি যানবাহন চলাচল করে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ব্রিজ। গত এক বছরের ব্যবধানে দুই দফা ব্রিজের উত্তর ও দক্ষিণ পাশের রেলিং কেটে ফেলা হয়েছে। এতে ব্রিজটি ঝুঁকিতে পড়েছে।  

ব্রিজের রেলিং ভাঙার বিষয়ে হোটেল মালিক হারুনুর রশিদ বলেন, ব্রিজের রেলিং আমি নিজ থেকে ভাঙিনি। গত ৫ আগস্ট আন্দোলনের সময় ছাত্ররা ব্রিজের রেলিং ভেঙে ফেলেন।  

ব্রিজের পুরো অংশে বা অন্য কোনো অংশের রেলিং না ভেঙে শুধু হোটেলের সামনের অংশের রেলিং কেন ভাঙা হয়েছে- এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি৷ 

যদিও স্থানীয় লোকজন অভিযোগ করেন, সুযোগ বুঝে হোটেল মালিক হারুন ভাড়াটে লোকজন দিয়ে রেলিং ভাঙিয়ে ছাত্রদের ওপর দায় চাপাচ্ছেন।

এ বিষয়ে লক্ষ্মীপুরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক বলেন, বিষয়টি দেখার জন্য সদর উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।