ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
বংশালে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বংশালে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা. আকলিমা খাতুন (৩৮) ও নাঈম হাসান রাব্বী ওরফে হৃদয় (২১)।  

ডিবির তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বংশাল থানার কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক কারবারি ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে ডিবির তেজগাঁও বিভাগের একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ওই দুই মাদক কারবারিকে ১৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাদক কারবারিদের কাছ থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।