ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উচ্চমাত্রায় ইউরেনিয়াম ব্যবহারের পরিকল্পনা রাশিয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উচ্চমাত্রায় ইউরেনিয়াম ব্যবহারের পরিকল্পনা রাশিয়ার

ঢাকা: রুশ বিজ্ঞানীরা প্রথমবারের মতো ৫ শতাংশ ইউরেনিয়াম-২৩৫ সমৃদ্ধ জ্বালানি এবং নতুন ধরনের একটি নিউট্রন এবজরবার (এরবিয়াম) নিয়ে গবেষণা শুরু করেছে।  

রুশ ভিভিইআর রিঅ্যাক্টরে পরিচালিত এই পরীক্ষার উদ্দেশ্য হলো - পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে আরো বেশি দক্ষভাবে পরিচালনা করা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, বর্তমানে রাশিয়াসহ সারাবিশ্বে বাণিজ্যিক পারমাণবিক রি-অ্যাক্টরগুলোতে যে জ্বালানি ব্যবহৃত হয় তাতে ইউরেনিয়াম-২৩৫ এর পরিমাণ ৫ শতাংশের নিচে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই পরিমাণ যথেষ্ট বলে বিবেচিত হচ্ছে। যদিও ফাস্ট রিঅ্যাক্টর, ছোট মাত্রার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং গবেষণা রি-অ্যাক্টরগুলো এর ব্যতিক্রম।
৫ শতাংশ বা তার বেশি ইউরেনিয়াম-২৩৫ সমৃদ্ধ জ্বালানি ব্যবহার করা গেলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি করা সম্ভব।  

এর ফলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো অন্যান্য এনার্জি উৎসগুলোর তুলনায় প্রতিযোগিতামূলক হবে। অধিকতর ইউরেনিয়াম-২৩৫ সমৃদ্ধ জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে রিফুয়েলিংয়ের সময়সীমা ২৪ মাস পর্যন্ত বৃদ্ধি পাবে। বর্তমানে এই সময়সীমা ১২-১৮ মাস। এর অর্থ হলো রিফুয়েলিংয়ের জন্য বিদ্যুৎকেন্দ্রগুলোকে কম সময় বন্ধ রাখতে হবে এবং সার্বিক বিদ্যুৎ উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে। এছাড়াও রিফুয়েলিংয়ের জন্য কমসংখ্যক জ্বালানি অ্যাসেম্বলির প্রয়োজন পড়বে।

রসাটমের টেভেল ফুয়েল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আলেক্সান্ডার উগ্রিউমভ এ প্রসঙ্গে জানান, সারাবিশ্বে বর্তমানে পারমাণবিক জ্বালানিতে ৬ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ জ্বালানি এবং দীর্ঘমেয়াদে ৭-৮ শতাংশে উন্নীতকরণ নিয়ে গবেষণা চলছে। অদ্যাবধি রি-অ্যাক্টরগুলোর দক্ষতা বৃদ্ধিতে মূলত জ্বালানি এসেম্বলির নতুন ডিজাইন নিয়ে কাজ করা হয়েছে। এগুলোর লক্ষ্যই ছিল জ্বালানি অ্যাসেম্বলিতে ইউরেনিয়াম জ্বালানির পরিমাণ বাড়িয়ে অধিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন। বর্তমানে আধুনিক ভিভিইআর রিঅ্যাক্টরে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি ব্যবহৃত হচ্ছে এবং প্রতিটি অ্যাসেম্বলিতে ইউরেনিয়ামের পরিমাণ ৫০০ কেজিরও অধিক।  

অতএব, ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা ১ শতাংশ বৃদ্ধি করা গেলেও তা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  

গবেষণার জন্য ভিভিইআর-১০০০ এ ব্যবহৃত জ্বালানি এলিমেন্টের আকৃতির ১২টি জ্বালানি এলিমেন্ট তৈরি করা হয়েছে, যাতে নিউট্রন এবজরবার হিসেবে যুক্ত রয়েছে এরবিয়াম। প্রথমবারের মতো এ ধরনের জ্বালানি ভিভিইআর রিঅ্যাক্টরে লোড করা হলো। ভিভিইআর রিঅ্যাক্টর সাধারণত নিউট্রন এবজরবার হিসেবে গ্যাডলিনিয়াম ব্যবহৃত হয়ে আসছে। প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ইরবিয়াম, যার নিউট্রন শোষণ ক্ষমতা অপেক্ষাকৃত বেশি।

পরীক্ষাটি সফল হলে ভিভিইআর রিঅ্যাক্টরের জন্য ইউরেনিয়াম-ইরবিয়াম জ্বালানির প্রথম ব্যাচের উৎপাদন শুরু হবে এবং এগুলোর অনুমোদন পাওয়া গেলে তা বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসকে/এসএএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।