ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রা শুরু করল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
যাত্রা শুরু করল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’

ঢাকা: দেশের শীর্ষ অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের ইনচার্জ ও এডিটরদের নিয়ে গঠিত হলো ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’।  

অনলাইন সাংবাদিকতায় সমন্বয় বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ অ্যালায়েন্স এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে এডিটরদের এক মনোমুগ্ধকর মিলনমেলায় এ অ্যালায়েন্সের যাত্রা শুরু হয়। শীতের পিঠার স্বাদ আর রাতের জমকালো নৈশভোজের উষ্ণতায় এ অনুষ্ঠানে এক বছর মেয়াদী প্রথম কমিটি ঘোষণা করা হয়।

গঠিত কমিটিতে নেতৃত্বে রয়েছেন—
সভাপতি: নয়া দিগন্তের হাসান শরীফ
সহ-সভাপতি: বাংলানিউজের লুৎফর রহমান হিমেল ও জাগো নিউজের কে এম জিয়াউল হক
সাধারণ সম্পাদক: ভোরের কাগজের মিজানুর রহমান সোহেল
যুগ্ম সাধারণ সম্পাদক: আরটিভির কবির আহমেদ ও ডিবিসির কামরুল ইসলাম রুবেল
সাংগঠনিক সম্পাদক: কালবেলার পলাশ মাহমুদ
সহ-সাংগঠনিক সম্পাদক: ইত্তেফাকের শরাফত হোসেন
অর্থ সম্পাদক: আমাদের সময়ের মঈন বকুল
অফিস সম্পাদক: দীপ্ত টিভির মৃন্ময় মাসুদ
নির্বাহী সদস্য: কালের কণ্ঠের আনিসুর বুলবুল, ডেইলি স্টারের আজাদ বেগ ও বার্তা২৪ এর মানসুরা চামেলী

কমিটির সদস্য হিসেবে আছেন-দৈনিক মানবকণ্ঠের ফরহাদ হোসেন, দৈনিক খবরের কাগজের গোলাম রাব্বানী, একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, ডেইলি সানের মৌদুদ সুজন, বে অব বেঙ্গল পোস্টের গোলাম জাকারিয়া, এশিয়ান টিভির আরিফুর রহমান, দেশ রূপান্তরের আপেল মাহমুদ, মানবজমিনের সাজিদ হক, দেশ টিভির মনিরুজ্জামান, আরটিভির বিপুল হাসান, দেশ রূপান্তরের মাহতাব হোসেন, এটিএন বাংলার মো. রাশেদ সিদ্দিক, দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, বাংলাভিশনের রিয়াজুল আলম রাব্বী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের এস. এম. আমিনুর রহমান, ভোরের কাগজের এইচ এম নাহিয়ান, ডেইলি বাংলাদেশের রনি রেজা, নাগরিক টেলিভিশনের মবিন হোসেন, নয়া দিগন্তের যুবরাজ ফয়সাল, বার্তা বাজারের নাসির উদ্দিন পাটোয়ারী, দৈনিক ইত্তেফাকের একেএম ইমরানুল হক, দ্য নিউজ টোয়েন্টিফোরের রুদ্র মিজান, দৈনিক যুগান্তরের যোবায়ের আহসান জাবের ও আতাউর রহমান।

এ অ্যালায়েন্স দেশের অনলাইন সাংবাদিকতাকে আরও সংগঠিত এবং কার্যকর করার লক্ষ্যে কাজ করবে।  

সংগঠন থেকে জানানো হয়, শুধুমাত্র দেশের প্রথম শ্রেণির যে কোনো সংবাদ মাধ্যমের অনলাইন এবং ডিজিটাল বা মাল্টিমিডিয়ার প্রধানরা এ সংগঠনের সদস্য হতে পারবেন।  

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।