ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় শর্টগানের ১০০ রাউন্ড কার্তুজসহ জুয়েল মিয়া রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় থেকে মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।

গ্রেপ্তার রাসেল রায়পুরার বাঁশগাড়ি গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।  

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী মামুন পরিবহনে  বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় বাসে থাকা রাসেল নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে শর্টগানের ১০০ কার্তুজ, একটি মোবাইলফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও বলেন, উপজেলায় এসব অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশ আরও তৎপর হয়ে কাজ করছে। এছাড়া গুলি উদ্ধারের বিষয়ে রাসেলের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।