সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে ৪৩৪ বোতল বিদেশি মদসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ সময় জড়িত ২ জনকে আটক করে র্যাব।
আটকরা হলেন-উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মো. কাইয়ুম মিয়া (২০) ও একই উপজেলার ডাকাতের বাড়ি এলাকার আমজাদ আলীর ছেলে রাজু মিয়া (১৬)।
আটকদের বিরুদ্ধে র্যাব বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। জব্দকৃত আলামতসহ আটকদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এনইউ/জেএইচ