ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় কূটনীতিকের লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরলো পররাষ্ট্র মন্ত্রণালয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
ভারতীয় কূটনীতিকের লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরলো পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত জে. এন. দীক্ষিতের লেখা বই থেকে উদ্ধৃত করে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।  

বুধবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুকে ‘ইতিহাসের তথ্য’ উল্লেখ করে একটি লেখা প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়, দীর্ঘ সংগ্রাম এবং ৯ মাস দীর্ঘ নৃশংস যুদ্ধ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। সেদিনের ঘটনা বর্ণনা করে ‘লিবারেশন অ্যান্ড বিয়ন্ড: ইন্দো-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক বইয়ে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব, কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত জে. এন. দীক্ষিত লিখেছেন, ‘আত্মসমর্পণ অনুষ্ঠানে একটি বড় রাজনৈতিক ভুল ছিল বাংলাদেশের পক্ষ থেকে জেনারেল এমএজি ওসমানীর উপস্থিতি নিশ্চিত করতে ভারতীয় সামরিক হাইকমান্ডের ব্যর্থতা। তার অনুপস্থিতি ব্যাখ্যা করার আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল, কিন্তু আত্মসমর্পণের সময়সূচির জন্য সময়মতো ঢাকা পৌঁছাতে পারেনি। কিন্তু ব্যাপক সন্দেহ ছিল যে তার হেলিকপ্টারটি বিপথে পাঠানো হয়েছে যাতে তিনি সময়মতো ঢাকায় পৌঁছাতে না পারেন এবং অনুষ্ঠানে মনোযোগ কেন্দ্রীভূত হয় ভারতীয় সামরিক কমান্ডারদের দিকে। এটি একটি দুর্ভাগ্যজনক বিভ্রান্তি যা ভারত এড়াতে পারত। ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানীর উপস্থিতি অনেক রাজনৈতিক ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করতে পারতো, যা বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক দিনগুলিতে ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করেছিল। ’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে, আমরা ১৯৭১ সালে আমাদের গৌরবময় বিজয় উদযাপন করি; আমরা সত্য উদযাপন করি।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। পাকিস্তানের সঙ্গে দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করলেও মোদীর ওই টুইটে ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়’ বলে উল্লেখ করা হয়।

এই লেখা নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, উনি (নরেন্দ্র মোদী) তার মতো করে একটি জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।