ঢাকা: ‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার উদ্যোগে উদযাপিত হলো ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪’।
এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) কুয়ালালামপুরের জি টাওয়ারের হলরুমে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা দান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।
আলোচনা সভায় মিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
অনুষ্ঠানের মূল আলোচনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আই ও এম), মালয়েশিয়ার চিফ অব মিশন হেবা আব্দেল লতিফ, হাইকমিশনের কাউন্সিলের ( শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, মালয়েশিয়ায় সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি বিন হারুন, মালয়েশিয়ায় কর্মী নিয়োগকারীদের প্রতিনিধি দাতো ফু ইয়াং হুই, অগ্রণী রেমিট্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি নেতা বাদলুর রহমান খান, সাইফুল্লাহ মনসুর এবং ইউনিক সেলাতান এসডিএন বিএসডির কোম্পানির কর্মী মেহেদী হাসান।
এছাড়া, এনবিএল মানি ট্রান্সফার, মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী হায়দার মর্তুজা ও সিটি ব্যাংক রেমিট্যান্স হাউসের প্রধান নির্বাহী সাইদুর রহমান ফারাজীও উপস্থিত ছিলেন ।
হাইকমিশনার তার বক্তৃতায় শুরুতে '৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং '২৪ এর জুলাই -আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা স্বাগতিক দেশ মালয়েশিয়া ও বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মালয়েশিয়া বাংলাদেশের অষ্টম বৃহৎ বিনিয়োগকারী দেশ যাদের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় চার বিলিয়ন ডলার এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন সুদৃঢ় হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন সফল প্রবাসী, তিনটি প্রতিষ্ঠান এবং তিন ক্যাটাগরিতে নয় জন সেরা রেমিট্যান্স প্রেরণকারীকে হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
টিআর/এসআইএস