ঢাকা: যানজটের স্থানগুলো চিহ্নিত করে ট্রাফিক পুলিশ সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণের বিষয়ে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, যানজটের স্থানগুলো আমাদের ট্রাফিক পুলিশ চিহ্নিত করবে। আমরা জানি, ফ্লাইওভারে ওঠা-নামার জায়গা, রেল ক্রসিং-এ যানজট বেশি হয়। এগুলো ট্রাফিক পুলিশ চিহ্নিত করবে। আগামী দুই দিন সাপ্তাহিক ছুটির দিনে প্রস্তুতি নিয়ে আগামী সপ্তাহ থেকে যানজটের চিহ্নিত স্থানগুলোতে তারা ব্যবস্থা নেবেন। ফুটপাত দখলমুক্ত করতে হলে সেটি করবেন। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মোট কথা আমরা যানজট নিরসন করতে চাই।
তিনি বলেন, আমাদের পরিবহন সেক্টরে বর্তমানে ট্রিপ বেইজড বাস চলে। যার কারণে বাসচালকরা রাস্তায় আড়াআড়িভাবে বাস থামিয়ে এবং যেখানে-সেখান থেকে যাত্রী তোলেন। বাসমালিকরা বলেছেন, তারা এটার বিকল্প ব্যবস্থা করবেন। একটি বিকল্পের কথা আলোচনায় এসেছে। গুলশানের ঢাকার চাকার মতো ট্রিপ বেইজ না করে ড্রাইভার ও অন্যান্য স্টাফদের বেতন দেওয়া হবে এবং টিকিটের মাধ্যমে নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করা হবে।
উপদেষ্টা আরও বলেন, আমরা ২৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে গ্রিন ক্লাস্টার চালু করব। এর মানে সেখানে আর কোনো ব্যক্তিগত গাড়ি চলবে না। বাসগুলো একটি কোম্পানির মাধ্যমে চলবে। যাতে বাসগুলোর মধ্যে অশুভ প্রতিযোগিতা না হয়।
আরও পড়ুন>> এক মাসের মধ্যে অবস্থার উন্নতি না করলে বিআরটিএ’র বিরুদ্ধে ব্যবস্থা
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসসি/এসএএইচ