ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ডাকাতি, ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ডাকাতি, ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট

মেহেরপুর: মেহেরপুর শহরে নৈশপ্রহরীর চোখ ও হাত-পা বেঁধে ফেলে রেখে ট্রাক ভিড়িয়ে দোকান থেকে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে ‘সোহানা বস্ত্রালয়’ নামক একটি কাপড়ের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।

 

সোহানা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী স্বপন ইসলাম জানান, রাত আড়াইটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। ভোরে একজন নারী মোবাইল ফোনে জানান এই ডাকাতির ঘটনা। ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে মালামাল তুলতে দেখেন ওই নারী। এ সময় তিনি পুলিশকেও খবর দেন। সাথে সাথে আমি দোকানে এসে দেখি দোকানের তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।  

দোকান থেকে শীতের নতুন কম্বল, থ্রি পিস, শাড়িসহ ১২ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।  

বাজারের নৈশপ্রহরী শহিদুল ইসলাম গগন জানান, রাত ৪টার দিকে চারজন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিল। তাদের বিষয়ে জানতে গেলে আমাকে দেশীয় অস্ত্র বুকে ধরে চোখ, হাত-পা বেঁধে এক জায়গায় ফেলে রাখে। পরে কী হয়েছে তা কিছুই দেখেনি।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ভোরর দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ডাকাতদল অভিনব কায়দায় এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে। ডাকাতির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে গেছে। তবে সাইবার ক্রাইম টিমসহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে।  

শিগগিরই এ সংঘবদ্ধ ডাকাতদলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।