ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা দেরিতে ছেড়ে গেল মেঘনা এক্সপ্রেস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা দেরিতে ছেড়ে গেল মেঘনা এক্সপ্রেস  ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে জঙ্গলে ঢুকে যায়

কুমিল্লা: কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।  

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬টা ৪৮ মিনিটে লাকসাম জংশনে এ ঘটনা ঘটে।

এতে নির্ধারিত সময় থেকে আড়াই ঘণ্টা দেরিতে ছেড়ে যায় ট্রেন।

চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেন সকাল ৬টা ৪০ মিনিটে লাকসাম জংশনে প্রবেশ করে। ২০ মিনিট বিরতির পর ট্রেনটির লাকসাম থেকে সকাল ৭টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে বিকল্প ইঞ্জিন ব্যবহার করে প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। ‌ এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।  

লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন চট্টগ্রামমুখী করার জন্য পকেট লাইনে সান্টিং (আগে পিছে এদিক সেদিক করা) করতে গেলে ইঞ্জিনের সবগুলো চাকাই লাইনচ্যুত হয়ে যায়। এতে ইঞ্জিনটি পকেট লাইন পার হয়ে পাশের জঙ্গলে ঢুকে যায়। দুর্ঘটনা কবলিত ইঞ্জিনটি উদ্ধারের জন্য আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে সকাল সাড়ে ৯টায় মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।