ঢাকা: প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট। সাতজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দুপুর ২ টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ার বাংলানিউজকে বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ২ টা ২ মিনিটে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। আমরা মোট ৭ জনকে উদ্ধার করেছি। কোনো নিহত নেই। প্রাথমিকভাবে ধারণা করছি, আগুন নিচতলা থেকে লেগে ওপরে ছড়িয়ে যায়।
আগের নিউজ লিংক>> রেস্টুরেন্টে আগুন: ৭ জন উদ্ধার, ভবনে আটকা কয়েকজন
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এমএমআই/এসএএইচ