ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ফের দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
মাগুরায় ফের দুপক্ষের সংঘর্ষ, আহত ৭ মাগুরা সদর হাসপাতাল

মাগুরা: মাগুরা সদর উপজেলার বেরুইলপলিতা ইউনিয়নের বেরুইল গ্রামে স্বেচ্ছাসেবক দলের এক সদস্যকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত সাতজন।

ভাঙচুর করা হয়েছে বেশ কিছু বাড়িঘর।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বেরুইল বাজারে এ ঘটনা ঘটে।  

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বেরুইলপলিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল শেখ খুন হন।

আহতদের মধ্যে চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মতিয়ার মোল্লা (৪৫), হাসান মুন্সী (৩৫), বিল্লাল শেখ (৪২), শিপন শেখ (৪৩) ও মো. জিয়া (৩২)। এদের মধ্যে জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।  

আহত অন্যদের নাম জানা যায়নি। তবে তারা স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানা গেছে।  

আহতদের মধ্যে হাসান মুন্সি বাংলানিউজকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেরুইলপলিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আকবর শেখ ও বর্তমান ইউপি সদস্য রাজা গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ১৯ ডিসেম্বর দুপুরে আকবর শেখের ছেলে স্থানীয় বেরুইলপলিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল শেখ বেরুইল বাজারের একটি দোকানে বসে ছিলেন। সেসময় রাজা গাজীর সমর্থকরা সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরিফুলকে কুপিয়ে হত্যা করে। এর আগে ২০০৮ সালে আকবর শেখের লোকজন রাজা গাজীর লোকজনের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছিলেন। সেই থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে। আর বৃহস্পতিবার শরিফুলকে হত্যাকাণ্ডের জের ধরে শুক্রবার রাজা ও আকবর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে বেশ কিছু বাড়িঘর। এতে দুপক্ষের মিলে অন্তত সাতজন হয়েছি।  

এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব আলী বলেন, পরিস্থিতির নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।  

** দোকানে বসেছিলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী, কুপিয়ে হত্যা করল প্রতিপক্ষ

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।