ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
চুনারুঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত মোটরসাইকেলকে চাপা দেওয়া ট্রাকটি

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাকচাপায় সজল মিয়া (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চন্ডিছড়া চা বাগানের ভেতর পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সজল হবিগঞ্জের লাখাই উপজেলার কাশিপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।  

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজল পাল বাংলানিউজকে জানান, সজলসহ আরও দুই যুবক সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরে মোটরসাইকেলযোগে পুরাতন মহাসড়ক দিয়ে চুনারুঘাট সদরে ফিরছিলেন। চন্ডিছড়া চা বাগানের ভেতরে পৌঁছানোর পর চুনারুঘাট থেকে সাতছড়িমুখী বালুবাহী ট্রাককে ক্রস করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় আরোহী সজল ছিটকে পড়লে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক ও অপর এক আরোহী চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। রাতেই ময়নাতদন্তের জন্য সজলের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।