ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাক-নসিমন সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
কুষ্টিয়ায় ট্রাক-নসিমন সংঘর্ষে ব্যবসায়ী নিহত ছবি: প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল নামক স্থানে ট্রাক ও নসিমন সংঘর্ষে নসিমনে থাকা মনিরুল ইসলাম (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মনিরুল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভগবান নগর গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, স্যালো ইঞ্জিনচালিত একটি নসিমনে পাঁচটি গরু নিয়ে কুষ্টিয়ার আলামপুর পশুর হাটে যাচ্ছিলেন ব্যবসায়ী মনিরুল। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক এগারোমাইল নামক স্থানে পৌঁছালে গরুবোঝাই নসিমনটিকে ধাক্কা দিলে রাস্তার ওপর উল্টে যায়। এতে নসিমনের ওপর থাকা গরু ব্যবসায়ী মনিরুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।