সিরাজগঞ্জ: যমুনার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার মেহেরনগর নামক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ পাশে দুটি ইউনিয়নের এলাকা এখন অরক্ষিত। বিগত কয়েক বছরে ভাঙনে মানুষ সর্বস্বান্ত হয়েছে। তাই জরুরিভাবে বড়ধুল ইউনিয়নের খিদ্রচাপড়ি থেকে বেলকুচি সদর ইউনিয়নের দশখাদা পর্যন্ত যমুনার তীরে বাঁধ নির্মাণ করতে হবে। তা না হলে ৫টি গ্রামের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আছির উদ্দিন মোল্লা, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, শান্ত মিয়া প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএ