লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ হামছাদি ও তেওয়ারীগঞ্জে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো দক্ষিণ হামছাদি ইউনিয়নের হোসেন আহম্মেদের মেয়ে হাফসা আক্তার (৮) ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের সুমনের ছেলে মো. সোহাগ (২)।
জানা গেছে, সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন থেকে দুই শিশুকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। তারা দুজনেই পানিতে ডুবে মারা যায়।
সদর হাসপাতালের চিকিৎসক আদুর সালাম সৌরভ বলেন, দুই শিশুকেই আমরা মৃত অবস্থায় পেয়েছি। পরিবারের লোকজন তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
আরএ