ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালিদ হাসান হলে ফিরেছেন। গত চারদিন তিনি নিখোঁজ ছিলেন।
খালিদ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।
এর আগে গত শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ ছিলেন খালিদ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হলে ফেরেন। তিনি কোথায়, কীভাবে ছিলেন এখনও জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকেও এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, চারদিন ধরে নিখোঁজের পর ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহ-সমন্বয়ক খালিদ হাসান। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এজেডএস/এফএইচ/এমজে