ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে আগুন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাত ও আটতলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
সচিবালয়ে আগুন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাত ও আটতলা ছবি: বাংলানিউজ

ঢাকা: সচিবালয়ে লাগা আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাত নম্বর ভবনের ৬, ৭ ও ৮ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য দেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী— সচিবালয়ের সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে।  

সচিবালয়ে এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সামনেই পড়বে সাত নম্বর ভবন। নয়তলার এই ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন। মধ্যরাত থেকেই তারা সেখানে অবস্থান করছেন। সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছেন। নিরাপত্তার খাতিরে কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এছাড়া ভবনটির নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।  

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।

এদিকে প্রায় ৬ ঘণ্টার নিরলস চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপণ চলছে। আমাদের কর্মীরা রুমে রুমে গিয়ে তল্লাশি চালাচ্ছেন। কোথাও কোনো আহত আছে কিনা বা ক্ষয়ক্ষতি কী রকম তা দেখছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত কর্মীর নাম সোহানুজ্জামান নয়ন (২৮)।
তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন তিনি। রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের মো. আক্তারুজ্জামানের একমাত্র ছেলে সোহান।

আহত দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও মনিরুল ইসলাম নামে আরও দুই কর্মী।  

এরআগে বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজে যোগ দেয়।

আরও পড়ুন>>

৬ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষার্থীদের হাতে ধরা পড়লেন ফায়ার কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক 

সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় আহত ফায়ার কর্মীর মৃত্যু

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমআইএইচ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।