ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ড

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইউএনও অফিসের নৈশপ্রহরী সুমন ইসলাম বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ করে ইউএনও অফিসে বিকট শব্দ শোনা যায়। পরে অফিসের ভেতর গিয়ে দেখি আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ইউএনও স্যারকে ফোন কল দিলে তিনি (ইউএনও) ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পাঠান। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

শিবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সামছুল আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তখন ইউএনও অফিস আগুনে জ্বলছিল। অফিসের আসবাবপত্র পুড়ে গিয়েছে। আমরা পৌঁছানোর পর অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।