ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে কুয়াশায় ঢাকা জনপদ

পঞ্চগড়: হিমালয় কন্যা পঞ্চগড়ে বছরের শেষ দিনে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার চারপাশ। বেলা বাড়লেও দেখা মিলেনি সূর্যের।

সঙ্গে বেড়েছে কনকনে শীতের তীব্রতা।

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।  

সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলার পথঘাট। সোমবার রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা।  

মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।  

এদিকে, ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এরপরও ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

জানা গেছে, উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাস অব্যাহত থাকায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। এ আবহাওয়ায় দিনমজুর, কৃষি শ্রমিক ও রিকশা-ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, সোমবার (৩০ ডিসেম্বর) রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তা একদিনের ব্যবধানে বেড়ে ১০ দশমিক ৯ ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে। সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।