ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাই-ডাকাতিসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
ছিনতাই-ডাকাতিসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা: ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলার আসামি, পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেলসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. আসাদুল ওরফে বিটকেল (৩৪), মো. হিমেল প্রধান (২৭) ও সোহেল (৩০)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার দিবাগত রাতে মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন মেট্রোরেলের নিচ থেকে এই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসাদুল ওরফে বিটকেলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ সাতটি ও হিমেল প্রধানের বিরুদ্ধে ছিনতাইয়ের দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।