ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

৪৩তম বিসিএসে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা সচিবালয়ের সামনে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
৪৩তম বিসিএসে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা সচিবালয়ের সামনে ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। বুধবার (১ জানুয়ারি) দুপুরে শতাধিক চাকরিপ্রত্যাশী আব্দুল গণি রোডে সচিবালয়ের ১ ও ২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে প্রজ্ঞাপন থেকে বাদ পড়ার কারণ জানতে চাইছেন।

গত সোমবার (৩০ ডিসেম্বর) ৪৩তম বিসিএসে ১ হাজার ৮৯৬ জনকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
এর আগে গত ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই তালিকা থেকে ২৬৭ জন বাদ পড়েছেন।

জনপ্রশাসনের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা বলছেন, তারা প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে পুলিশ ভেরিফিকেশন হয়ে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু এখন তাদের কেন বাদ দেওয়া হলো তা তারা জানতে চান। তারা প্রজ্ঞাপনে নিজেদের অন্তর্ভুক্তির দাবি জানান।  

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ক্যাডার ও নন-ক্যাডার মিলে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন। এতে ক্যাডার এবং নন ক্যাডারে ২ হাজাট ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জন ও নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।  

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে নিয়োগে জালিয়াতি নিয়ে নানা আলোচনার মধ্যে বিসিএসসহ বিভিন্ন চাকরি থেকে অনেকের বাদ পড়ার খবর সামনে আসছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।