ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ৪ ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
চুয়াডাঙ্গায় ৪ ইটভাটাকে জরিমানা চুয়াডাঙ্গায় চার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চুয়াডাঙ্গা: ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে চুয়াডাঙ্গায় চারটি ইটভাটার মালিককে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক (প্রসিকিউটর) নাইম হোসেন।  

পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস জানান, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের কেএসবি ব্রিকসকে এক লাখ, সদর উপজেলার ডিহি গ্রামের আরএমকে ব্রিকসকে দুই লাখ, দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের দোয়েল ব্রিকসকে দুই লাখ, দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সুপার ব্রিকসকে দুই লাখসহ মোট সাত লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে আদায়কৃত জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রেজারি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।