ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিস্ফোরণ: চিকিৎসাধীন একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
গাজীপুরে বিস্ফোরণ: চিকিৎসাধীন একজনের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী বিসিক এলাকায় ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হলেন রেদোয়ান আহমেদ হৃদয় (২৫) গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গত ২৮ ডিসেম্বর বিকেল ৪টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয়। এ সময় ৪ শ্রমিক দগ্ধ হন।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধ ৪ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসা শেষে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২) বাড়ি ফিরে যান। রেদোয়ান আহমেদ হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।