মাগুরা: মাগুরায় কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট ও ফসলের মাঠ। কুয়াশার তীব্রতায় অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ও পথঘাটে কুয়াশার এমন দৃশ্য দেখা যায়। ঘন কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ পড়েছে চরম বিপাকে। অফিসগামী মানুষ সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না।
মাগুরায় গেল কয়েকদিন ধরে মৃদু হিমেল হাওয়া, সঙ্গে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কাজের অভাবে অনেকটা অসল সময় পার করছেন। অনেকে আবার কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
মাগুরায় শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি সমস্যায় পড়েছেন বয়স্ক মানুষ। ঠান্ডা, কাশি, নিউমনিয়া ও ডায়রিয়া নিয়ে রোগী ভর্তি হচ্ছে জেলা উপজেলার হাসপাতালগুলোতে।
মাগুরা সদর হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহসিন ফকির বলেন, এই সময় প্রকৃতিতে বেশি পরিমাণ কুয়াশা পড়ে এবং তীব্র ঠান্ডা অনুভূত হয়। এসময় শিশুদের শরীরে গরম কাপড় জড়িয়ে রাখা। অযথা ঘরের বাইরে না নিয়ে যাওয়াসহ নানা পরামর্শ দেন তিনি।
এদিকে মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘুন কুয়াশার দাপট বয়ে যাচ্ছে মাগুরার ওপর দিয়ে। সড়কে যান চলাচলকারীদের গাড়ির হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে বলা হচ্ছে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে মাগুরায় গেল কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। সঙ্গে ঘন কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
আরএ