ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের একদিনের মধ্যে উদ্ধার যবিপ্রবি শিক্ষার্থী

সরোয়ার হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
নিখোঁজের একদিনের মধ্যে উদ্ধার যবিপ্রবি শিক্ষার্থী সজীব হোসেন

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব হোসেন নিখোঁজের একদিনের মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নাজমুল ইসলাম রকির বাড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা সজীবকে উদ্ধার করেন।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে সজীব হোসেনের নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে।

তিনি এই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নিখোঁজের সংবাদে সহপাঠীসহ অনেকে আশঙ্কা করেন সজীব অপহৃত হয়েছেন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। তবে, উদ্ধারের পর পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সজীব হোসেন নিজেই আত্মগোপন করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, গত ৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে সজীব হোসেনে নিখোঁজ হওয়ার সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এই সংবাদে সহপাঠীরা ভেঙে পড়েন। বলা হয়, সজীবকে অজ্ঞাতনামা চার-পাঁচজন অপহরণ করে আটকে রেখেছে।

বিষয়টি নিয়ে বুধবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সজীবকে উদ্ধারে আল্টিমেটাম দেন। সর্বশেষ বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাজী বাবুল বলেন, সজীবকে উদ্ধার করা হয়েছে। তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, পুলিশের অপর একটি সূত্র জানায় সজীব আত্মগোপনে ছিলেন। তবে, কেন আত্মগোপনে ছিলেন, তা এখনো স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।