ঢাকা: গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেডের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
এতে বলা হয়, গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেডের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে সব শর্ত পূরণ করায় ২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রতিষ্ঠানটিকে বাজুসের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি বাজুসের গঠনতন্ত্রের ৪ (ক) ধারা যথাযথভাবে অনুসরণ না করে নিয়ম বহির্ভূতভাবে সোনার অলংকারের পরিবর্তে সোনার বার ও কয়েন বিক্রি করায় প্রতিষ্ঠানটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
জিসিজি/এএটি