ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টায় গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টায় গ্রেপ্তার ২ গ্রেপ্তার দুজন

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যানের সামনে রাস্তায় প্রকাশ্যে এহতেশামুল হক নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তাররা হলেন মো. কাউসার মৃধা (২৪) ও আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২)।

ঝন্টু এ ঘটনায় দায়ের হওয়া মামলার ৩ নম্বর আসামি।

রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর লালবাগের জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে এবং দুপুর ১টায় হাজারীবাগ গার্লস স্কুলের কাছে একটি মেসে লুকিয়ে থাকা অবস্থায় আসিফুল হক আসিফ ওরফে ঝন্টুকে (৩২) গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

নিউমার্কেট থানার বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ১১টায় এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান সেন্টার) পশ্চিম দিকে রাস্তার ওপর দুষ্কৃতকারীরা ধারালো ছুরি ও চাপাতি দিয়ে ব্যবসায়ী এহতেশামুল হককে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।  

একই সময়ে এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি ব্যবসায়ী মো. ওয়াহিদুল হাসান দিপু মার্কেটের নিচতলা থেকে গাড়িতে করে বের হয়ে আসার সময় তিনিও দুষ্কৃতকারীদের হামলার শিকার হন।  

গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী এহতেশামুল হককে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ধানমন্ডি শাখায় ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।  

এ ঘটনায় মো. ওয়াহিদুল হাসান দিপুর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি নিয়মিত মামলা হয়।

মামলা অভিযোগে বলা হয়, আসামিরা ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাল্টিপ্ল্যান সেন্টারে দলবদ্ধ হয়ে মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসায়ীদের নানাভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করতে থাকে।  

ভুক্তভোগী এহতেশামুল হক ও মো. ওয়াহিদুল হাসান মার্কেটের অন্য ব্যবসায়ীদের নিয়ে এ চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তারা আসামিদের তীব্র রোষানলে পড়েন। এর পরিপ্রেক্ষিতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে হত্যার উদ্দেশ্যে এ আক্রমণ করে।

থানা সূত্র জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফের নেতৃত্বে নিউমার্কেট থানার একটি দল জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে গ্রেপ্তার করে।  

পরে দুপুর ১টায় হাজারীবাগ গার্লস স্কুলের কাছে একটি মেসে লুকিয়ে থাকা অবস্থায় আসিফুল হক আসিফ ওরফে ঝন্টুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন এবং জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।