গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় দুই পক্ষের বিবাদ মিটাতে গিয়ে কাঠের তৈরি বসার পিঁড়ির আঘাতে আব্দুর জব্বার (৬০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর জব্বার বোয়ালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, ওই গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে ময়নুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামের আছর আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জীবিকার তাগিদে ময়নুল মালদ্বীপে অবস্থান করছেন। দাম্পত্য জীবনে তাদের বনিবনা হচ্ছিল না।
এদিকে ময়নুলের ছোট ভাই রবিউলের সঙ্গে রোজিনার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
এসব বিষয় নিয়ে কলহের জেরে শুক্রবার শ্বশুরবাড়ি থেকে বিয়ের মালামালসহ বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন রোজিনা।
বিষয়টা সমাধানের লক্ষ্যে দুপুরে ওই বাড়িতে যান রোজিনার নিকট আত্মীয় স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার। এসময় দুই পক্ষের বাগ-বিতণ্ডার একপর্যায়ে ময়নুলের বাবা ওয়ারেছ, মা জোবেদা বেগম ও বোন মঞ্জুরাণী কাঠের তৈরি বসার পিঁড়ি দিয়ে আব্দুল জব্বারকে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
আরএ