ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জনবিভাগের সচিব হলেন নুরুল আমীন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
জনবিভাগের সচিব হলেন নুরুল আমীন

ঢাকা: স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব খান মো. নুরুল আমীনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এরপর তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

পৃথক প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হককে সেতু বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সেতু বিভাগে একজন নিয়মিত সচিব পদায়নের আগ পর্যন্ত তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

এছাড়া, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে ওএসডি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বদলির আদেশাধীন শাহ আবদুল আলিম খানকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অপর আদেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মশিউর রহমানকে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা হিসেবে কাজ করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।