ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে শীর্ষ ‘সন্ত্রাসী’ ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
যশোরে শীর্ষ ‘সন্ত্রাসী’ ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টা ভাইপো রাকিব

যশোর: যশোরের শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে ভাইপো রাকিবকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।  

রোববার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শংকরপুর সার গোডাউন মোড়ে নিজ বাড়ির সামনে এ  ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ভাইপো রাকিবের বাবা কাজী তৌহিদ জানান, রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন রাকিব। এমন সময় ওই এলাকার কাজী জালালের ছেলে তারেক, তারেকের ছেলে তানভীর, পশু হাসপাতাল এলাকার এস্কেন ও এস্কেনের ছেলে ইয়াসিন, আলতুর ছেলে অনিক, ইমনসহ কয়েকজন রাকিবের বুকে দুটি গুলি করে পালিয়ে যায়। পরে তারা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।  

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের বলেন, রাকিবকে হাসপাতালে নিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই পরিবারের লোকজন জোর করেই তাকে নিয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার দুটি গুলি লেগেছে। তবে, অবস্থা গুরুতর না। রাকিব কথা বলছিলেন। তাদের চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেন এই চিকিৎসক।  

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল বলেন, রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এদিকে স্থানীয়রা বলছেন, এ ঘটনার সঙ্গে জড়িত যাদের নাম বলা হচ্ছে তারাও ভাইপো রাকিবের সহযোগী। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তাদের মধ্যে মাদক বেচাকেনা নিয়ে বিরোধ চলছিল। তার জেরেই এ হত্যাচেষ্টা বলে দাবি তাদের।

পুলিশের দাবি, রাকিব ওই এলাকার জুম্মান হত্যাসহ যশোরে ১৪ মামলার আসামি এবং চিহ্নিত সন্ত্রাসী।  গত বছরের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর রেল স্টেশন এলাকায় রাকিবসহ কয়েক সন্ত্রাসী ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে জুম্মান হোসেনকে। এ ঘটনায় নিহতের ভাই মামুন হোসেন রাকিবসহ ১৩ জনের বিরুদ্ধে খুলনা রেলওয়ে থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।