ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে ছুরিকাঘাতে ‘ব্লেড বাবু’ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
পল্লবীতে ছুরিকাঘাতে ‘ব্লেড বাবু’ নিহত নিহত বাবু ওরফে ব্লেড বাবু

ঢাকা: রাজধানীর পল্লবীতে বাবু ওরফে ‘ব্লেড বাবু’ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় রাজধানীর পল্লবীতে টেকেরবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে পুলিশ সদস্যরা কাজ করছেন। তদন্তে খুনের নেপথ্যের কারণ জানা যাবে।

নিহত বাবুর পরিবারের দাবি, তাসকিন নামের এক ব্যক্তির সঙ্গে বাবুর পূর্ব শত্রুতা ছিল। সোমবার বিকেলে বাবু আলীনগর মাঠ থেকে স্বপ্ননগর আসছিলেন। পথে রাজিবের গ্যারেজের সামনে তার ওপর অতর্কিত হামলা চালায় তাসকিন, পিচ্চি মুরাদ, রাজন, তুফান, সাইফুল, ‘কুত্তা রাব্বি’ ও রনি।

এ সময় তারা ছুরি, গিয়ার ও চাইনিজ কুড়াল দিয়ে বাবুর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। রক্তাক্ত জখমের পাশাপাশি চোখ কেটে যাওয়া ও ভুড়ি বেরিয়ে আসার পর বাবু অচেতন হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, মুসা ও সালেহর নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়েছে। পেশাদার কিলার হিসেবে পরিচিত মুসা ও সালেহ আপন ভাই। ২০২২ সালের ২৪ মার্চ মতিঝিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। সেই মামলার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মুসাকে আসামি করে অভিযোগ দাখিল করা হয়। এ ছাড়া ২০১৬ সালে বোছা বাবু হত্যাকাণ্ডের অন্যতম আসামি সালেহ।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।