ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অভিযানকালে জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের তিন সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
অভিযানকালে জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের তিন সদস্য আহত

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার তিন সদস্য।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তিনজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত তিনজন হলেন, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জব্বার হোসেন (৪৫), দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম (৪০)। খবর পেয়ে রাত ১২টার দিকে হাসপাতালে ছুটে আসেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. তৌসিফ সরকার জানান, আহতদের মধ্যে জব্বারের মাথায় তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। অপর দুইজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে কারো গুরুতর আঘাত নেই। আহত সবাই আশঙ্কামুক্ত।

ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা জানান, রাতে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশের সাত থেকে আট সদস্যের একটি দল। এ সময় দুইজনকে মাদকসহ আটক করা হয়। এছাড়া জুয়ার আসর থেকে টাকাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এরপর জব্দকৃত মালামাল আনার ক্ষেত্রে স্থানীয়দের সাক্ষীর জন্য বাজার কমিটির সভাপতিকে ডাকা হয়। তিনি আসার আগেই মাদক ব্যবসায়ীরা ও জুয়াড়িসহ স্থানীয়রা মিলে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় তিনজন গুরুতর আহত হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।