ঢাকা: গত কয়েকদিন ধরে দিনাজপুরে বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জেলার বেশিরভাগ এলাকা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিনের চেয়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের অনুভূতি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিন বুধবার জেলার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আর বৃহস্পতিবার তাপমাত্রা আরও কিছুটা বাড়ে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আগামী দুই-একদিন তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে শীতের প্রকোপ থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
আরএইচ