ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘প্রয়াস’ এ আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
‘প্রয়াস’ এ আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাকা: ঢাকা সেনানিবাসের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’-এ দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী ‘একীভূত শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০১৫’ শুরু হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন-এর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।



বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস, ঢাকা সেনানিবাস, ইউনেস্কো, প্ল্যান বাংলাদেশ, সাইট সেভারস, মানুষের জন্য ফাউন্ডেশন, সিবিএম, ডিআরআরএ, নিকেতন, অ্যাকশন এইড এবং সেভ দ্য চিলড্রেনের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

‘অ্যাচিভিং ইনক্লুসিভ এডুকেশন থ্রো পোস্ট ইএফএ গোলস ২০১৫- হাউ ফার আর উই’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম নাজমুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মাহফুজুর রহমান।

তিন দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের শিক্ষা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।

সমাজ একীভূতকরণে ভূমিকা রাখায় এবার সিআরপি-এর প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলরকে নিরাফাত আনাম মেমোরিয়াল ইনক্লুশন (NAMI) অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ।

সম্মেলনের তত্ত্বাবধানে আছেন এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন-এর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এম তারিক আহসান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর প্রয়াস ইন্সটিটিউট অব স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্সের প্রধান প্রোগ্রাম  সমন্বয়কারী মো. সিফাত আল হাসনাত।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।