ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় গোলাম কাদিরের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রাষ্ট্রীয় মর্যাদায় গোলাম কাদিরের দাফন সম্পন্ন

বগুড়া: বগুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও মুজিবনগর সরকারের ত্রাণ পুনর্বাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অবসরপ্রাপ্ত আনসার অ্যাজুটেন্ড এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাট্য ব্যক্তিত্ব খন্দকার গোলাম কাদেরের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আছর শহরের চকলোকমান ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পার্শ্ববর্তী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।



গার্ড অব অনার প্রদানকালে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আক্তার জাহান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মমতাজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার ভোর ৬ টার দিকে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি মনোয়ারুল ইসলাম ও প্রচার সম্পাদক এইচ আলিম জানিয়েছেন, গোলম কাদির ১৯২২ সালের ১৮ মে বগুড়ার চকলোকমান এলাকায় জন্মগ্রহণ করেন। এরপর ১৯৪০ সালে বগুড়া এডওয়ার্ড ঘুর্নয়মান ড্রামাটিক মঞ্চে জীবনের প্রথম নাটকে অংশগ্রহণ করে নাট্য জগতে সরাসরি জড়িয়ে পড়েন। কর্মময় জীবনে সম্মাননা স্বরুপ পেয়েছেন আইটিআই পদক, ভারতের কলকাতা গিরিশ মঞ্চ পদক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বগুড়া থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ বগুড়ার সাবেক সভাপতি ছিলেন।
 
বাংলাদেশ সময় : ০২৫৭ ঘণ্টা,  জানুয়ারি ১০, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।