ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিরাপত্তার চাদরে ইজতেমা ময়দান: ডিআইজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
নিরাপত্তার চাদরে ইজতেমা ময়দান: ডিআইজি ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: সারা দেশের ন্যায় ইজতেমা ময়দানকেও নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ইজতেমা ময়দানে সংবাদ কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।



তিনি বলেন, রোববার (১১ জানুয়ারি) আখেরি মোনাজাতে গত বছরের চেয়ে এবছর দ্বিগুণ নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। প্রতিটি খিত্তায় সাদা পোষাকে আইন-শৃঙ্খলা বাহিনীর
সদস্যরা রয়েছেন। ইজতেমায় অপ্রীতিকর ও নাশকতামুলক কোনো কাজ করতে দেওয়া হবে না।

কেউ করার চেষ্টা করলে তাৎক্ষনিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিআইজি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।