ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকার পুলপাড় বস্তিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকার পুনর্বাসিত করবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
রোববার (১১ জানুয়ারি) সকালে আগুন নেভানোর কাজ তদারকিকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নানক বলেন, দুই ধরনের পুনর্বাসনের কথা চিন্তা করা হচ্ছে। একটি আপদকালীন ও অপরটি স্থায়ী পুনর্বাসন। পরিবারগুলো যেন শীতে কষ্ট না পায় সেজন্য তাদের আপাতত আপদকালীন পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। স্থায়ী পুনর্বাসনের বিষয়ে পরে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগুন লাগার কারণ বিষয়ে তিনি বলেন, কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫