ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারীদের গণ্ডির বাইরে আসতে হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
নারীদের গণ্ডির বাইরে আসতে হবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: নারীরা নিজেদের সমস্যার কথা শুধু নিজেদের গণ্ডির মধ্যেই আলোচনা করেন। কিন্তু সমস্যা সমাধানের জন্য তাদের গণ্ডির বাইরে এসে কথা বলতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।



প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নারীরা অর্থনীতি ও সমাজ উন্নয়নের অন্যতম সহায়ক। নারী উন্নয়নের মাধ্যমে সমাজ এবং অর্থনীতির উন্নয়ন হবে। তাই, ঘর থেকেই নারীর ক্ষমতায়ন শুরু করতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্কের উইমেন্স এম্পাওয়ারমেন্ট প্রিন্সিপ্যালস (ডব্লিউইপি) বা নারীর ক্ষমতায়ন নীতিমালার উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সব কথা বলেন।

সিএসআর সেন্টার ও স্কয়ার গ্রুপ আয়োজিত এ অনুষ্ঠানে ‘উইমেন ইননিড (উইন)’ নামে একটি ডিরেক্টরিও প্রকাশ করা হয়।

আয়োজকরা জানান, ডব্লিউইপি নীতিমালা দেশের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে ‘উইমেন ইননিড (উইন)’।

অনুষ্ঠানে স্পিকার বলেন, নারী উন্নয়নের পথে নতুন সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো দূর করে সামনে এগিয়ে যেতে হবে নারীদের।

প্রধান অতিথির বক্তৃতায় ড. শিরীন শারমিন বলেন, নারীরা নিজেদের সমস্যার কথা শুধু নিজেদের গণ্ডির মধ্যেই আলোচনা করেন। কিন্তু সমস্যা সমাধানের জন্য তাদের গণ্ডির বাইরে এসে কথা বলতে হবে।

অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে নারী উদ্যোক্তাদের লাইসেন্স দেওয়া প্রক্রিয়া সহজীকরণ করার প্রতিও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, অংশগ্রহণ এবং অংশীদারিত্ব এক নয়। নারী উন্নয়নে অংশীদারিত্ব, অংশগ্রহণ এবং ক্ষমতায়ন প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডব্লিউইপি মূলত কর্মক্ষেত্র, ব্যবসাক্ষেত্র ও সমাজে নারীদের ক্ষমতায়নের বিষয়ে জতিসংঘের প্রণয়ণ করা একটি নীতিমালা।

জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট বাংলাদেশ নেটওয়ার্কের ফোকাল পয়েন্ট সিএসআর সেন্টার বাংলাদেশে এ নীতিমালা বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী শাহামিন এস জামান, স্কয়ার ট্রয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম, ইউএন গ্লোবাল কম্প্যাক্ট নিউইয়র্কের তুলসি বায়ার্ন, ইউএসএআইডি’র জনসংযোগ কর্মকর্তা অ্যান ম্যাক্কনেল, ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড অর্গানাইজেশনের ফেয়ার ট্রেড এক্সপার্ট দেবস্মিতা, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরীসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।