ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জ থেকে লুট হওয়া ২৫২ বস্তা চাল শেরপুরে উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
আশুগঞ্জ থেকে লুট হওয়া ২৫২ বস্তা চাল শেরপুরে উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর (বগুড়া): ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে লুট হওয়া ২৫২ বস্তা চাল বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকার  একটি গুদাম থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।



বুধবার (১৪ জানুয়ারি) শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বেলা ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গ্রামের শুম্ভু চন্দ্রের ছেলে তাপস কুমার (৩০) ও মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের আজগর আলী সরকারের ছেলে জাহাঙ্গীর আলম জুয়েল (৩৪)।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার মহাসড়কে পণ্যবোঝাই ট্রাক ডাকাতি করে থাকেন। পরে সুযোগ বুঝে সেসব পণ্য শেরপুরে বাজারজাত করে এই ডাকাতদল-এমন খবর পেয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ডাকাতদলের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম জুয়েলকে তার বাড়ি থেকে আটক করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোরে মির্জাপুর বাজারের একটি ফিলিং স্টেশনের কাছ থেকে জাহাঙ্গীরের সহযোগী তাপস কুমারকে আটক করা হয়। এসময় তাদের দেওয়া তথ্য মোতাবেক তাদেরই একটি গুদাম থেকে ২৫২ বস্তা (প্রতিবস্তার ওজন ৫০ কেজি) আতপ চাল উদ্ধার করা হয়। চালগুলো আশুগঞ্জ থেকে লুট করা হয়েছিল।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় ডাকাতি মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।