ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রিয়াজ রহমানের উপর হামলায় ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রিয়াজ রহমানের উপর হামলায় ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

একই সঙ্গে রংপুরে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় যাত্রীর মৃত্যুসহ দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতার ঘটনায় গভীরভাবে মর্মাহত তিনি।

এসব ঘটনায় উদ্বিগ্নতা প্রকাশ করে তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন ব্রিটিশ হাইকমিশনার।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে হাইকমিশনার বলেন, আমি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর আক্রমণের ঘটনায় নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে রংপুরে যাত্রীবাহী বাসে আক্রমণে প্রাণহানি ও আহত হওয়ায় গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।  

ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

গিবসন বলেন, আমি বাংলাদেশ সরকারের কাছে এসব অপরাধের যথাযথ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য সব পক্ষকে সংযত থাকা, পরিমিতিবোধের চর্চা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং সহিংসতা ও স্বাভাবিক জীবন যাত্রায় বিঘ্ন সৃষ্টির এই পুনরাবৃত্তি থেকে নিষ্কৃতি পেতে সংলাপে বসার আহ্বান জান‍াচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।